ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু: আতঙ্কে পালিয়েছে সব পুরুষ

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:১৪:৫৮
‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু: আতঙ্কে পালিয়েছে সব পুরুষ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটার পর সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার রাতে ঘটনার পর থেকে গাজীপুর মহানগরীসহ বিশেষত ধীরাশ্রম এলাকায় শোরগোল সৃষ্টি হয়, এবং এই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে “অপারেশন ডেভিল হান্ট” নামক একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

সরেজমিনে গেলে দেখা যায়, আ ক ম মোজাম্মেল হকের বাড়ির প্রধান ফটকটি বন্ধ, এবং ফটকের সামনে কাচের ভাঙা টুকরা ও কিছু সম্মাননা স্মারক ছড়িয়ে রয়েছে। এলাকাটি এখন কার্যত পুরুষশূন্য, কারণ হামলার পর থেকে পুরুষরা আতঙ্কে পালিয়ে গেছেন। কিছু বয়স্ক নারীরা ছাড়া বাকিরা বাড়ি ছেড়ে চলে গেছেন। স্থানীয়দের সাথে কথা বলার সময় জানা গেছে, শুক্রবার রাতে এলাকায় ‘ডাকাতি হচ্ছে’ মসজিদের মাইকে এমন ঘোষণা শোনা গিয়েছিল, কিন্তু আতঙ্কে কেউ ঘটনাস্থলে যায়নি।

এদিকে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানটি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত হচ্ছে। এই অভিযানের ফলে গাজীপুরসহ সারা দেশে আক্রমণকারীদের আইনের আওতায় আনার আশা করা হচ্ছে, যদিও স্থানীয়রা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন।

আরএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে