ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিএনপি’র বিভিন্ন দাবিতে কর্মসূচি

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১০:৫৭:৫০
নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিএনপি’র বিভিন্ন দাবিতে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের দাবি নিয়ে অনুষ্ঠিত হবে।

গতকাল, ৮ ফেব্রুয়ারি, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "সরকারের পতিত স্বৈরাচারী শাসন ও ফ্যাসিবাদ মোকাবিলার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ।"

এছাড়া, রিজভী অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করে রেখেছেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিপর্যস্ত করছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ পরিচালনা করে চলেছে। বিএনপি এসবের প্রতিকার চাইছে।

রিজভী আরো বলেন, “গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তার করা এবং বিচারের আওতায় আনা খুবই গুরুত্বপূর্ণ, তবে সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।"

এটি একটি রাজনৈতিক পরিস্থিতি, যেখানে বিএনপি জনগণের সমর্থন ও সরকারের প্রতি চাপ সৃষ্টি করার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে।

এস এম হক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে