ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

‘যে আন্দোলন’ বিস্ফোরণ ঘটাল সবখানে

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ০৭:৪৮:৫৩
‘যে আন্দোলন’ বিস্ফোরণ ঘটাল সবখানে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে গত বছর জুলাইয়ে আন্দোলনের সূচনা হয়েছিল বাংলাদেশে। তখনকার সময়ে এই আন্দোলন সহিংসতার রূপ নেয়। পরে ৫ আগস্ট দেশজুড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতন ঘটে। এই গণআন্দোলনের পর বাংলাদেশে পরিস্থিতি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ২০২৪ সালে ব্রিটিশ সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’-এর মতে, এই অগ্রগতির জন্য বাংলাদেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে।

গণআন্দোলনের ফলশ্রুতিতে বিশ্বের অনেক দেশে সরকার ও রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের জোরালো আন্দোলন দেখা গেছে। কিছু দেশে সরকারের পতন ঘটেছে, কিছু দেশে শাসকদের শক্তি কমেছে, কেউ কেউ মিত্রদেশে পালিয়ে গেছেন, আবার কিছু দেশের শাসকরা নীতি পরিবর্তনে বাধ্য হয়েছেন।

২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। নির্বাচনে জালিয়াতি, দুর্নীতি, নীতি পরিবর্তন এবং সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন হয়েছে। প্রশাসনিক সংস্কারের দাবিতে প্রতিবাদও হয়েছে।

দ্য গ্লোবাল প্রোটেস্ট ট্র্যাকারের তথ্যমতে, ওই বছর সারা বিশ্বে ১৬০টির বেশি বড় আন্দোলন সংগঠিত হয়েছে, যার মধ্যে ৪৫টির বেশি দেশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর ফলস্বরূপ বাংলাদেশ ও সিরিয়ার সরকারের পতন ঘটেছে এবং জর্জিয়া, ভেনেজুয়েলা মতো দেশে সরকারকে শক্তিশালী প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। যেসব দেশে সেই আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে, সেগুলোর সংক্ষিপ্ত চিত্র নিচে দেওয়া হলো-

জর্জিয়া: ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত করায় নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ে। গত অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এ কারণে গত ডিসেম্বরে সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলা: বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু হয়, যা সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। এরপর সময় সময় নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে।

ফ্রান্স: ২০২৪ সালে ফ্রান্সে বিভিন্ন দাবিতে সরকারবিরোধী আন্দোলন হতে থাকে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থি মিশেল বার্নিয়েকে মনোনীত করার প্রতিবাদে হাজার হাজার ফরাসি রাজপথে নেমেছিল। এছাড়া যৌন সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনেও তারা সক্রিয় ছিল।

সেনেগাল: বিরোধীদলের নেতাকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এবং নির্বাচনের বিলম্বের অভিযোগ নিয়ে সেনেগালে আন্দোলন সংঘটিত হয়।

তানজানিয়া: প্রশাসনিক অঞ্চলের বিলুপ্তির কারণে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে।

ঘানা: ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে ঘানায় সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তিউনিসিয়া: নির্বাচন বিরোধীদের দমন-পীড়নের প্রতিবাদে তিউনিসিয়ায় ব্যাপক আন্দোলন হয়।

কমোরোস: নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে আন্দোলন শুরু হলেও সরকার কড়াকড়ি ভয়াবহ দমন নীতি গ্রহণ করে।

ইন্দোনেশিয়া: ভোট নিয়ে বিতর্কের কারণে শিক্ষার্থীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।

মোজাম্বিক, রাশিয়া, অস্ট্রিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, রোমানিয়া—এই দেশগুলোতেও ব্যক্তিগত স্বাধীনতা এবং সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে।

শুধু আফ্রিকা নয়, ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়াতেও একইভাবে রাজনৈতিক পরিবর্তন ও দাবির আন্দোলন বৃদ্ধি পেতে থাকে। যেমন—বুলগেরিয়া, সার্বিয়া, তুরস্ক, ব্রাজিলসহ বিভিন্ন দেশে আন্দোলনের সূচনা ঘটে।

মারুফ/

২০২৪ সালে সরকারবিরোধী বিক্ষোভ বিশ্বজুড়ে একটি বড় তরঙ্গ সৃষ্টি করে, যা সরকারের কর্মকাণ্ডের প্রতি জনসাধারণের ক্ষোভ ও দাবিকে আরও জোরালো করে তোলে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে