ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ঢাবি ভর্তি পরীক্ষায় ৪ প্রশ্নের পুনরাবৃত্তি, যা বলছে প্রশাসন

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৯:৪০:০৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ৪ প্রশ্নের পুনরাবৃত্তি, যা বলছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দুটি আলাদা সেটে ৪টি প্রশ্ন পুনরাবৃত্তি হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়, এবং ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকেরা অভিযোগ জানান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ড. মাহমুদ ওসমান ইমাম বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, কিছু প্রশ্নের সেটে পুনরাবৃত্তি হয়েছে, যেখানে ‘এ’ সেটের কিছু প্রশ্ন ‘বি’ সেটে চলে গেছে এবং ‘বি’ সেটের কিছু প্রশ্ন ‘এ’ সেটে চলে এসেছে। তবে তিনি দাবি করেন, এতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না এবং এটি একটি অনিচ্ছাকৃত ভুল বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যারা পুনরাবৃত্তি প্রশ্নে পরীক্ষা দিয়েছেন, তাদেরকে বৈষম্যের শিকার না হওয়ার জন্য চেষ্টা করা হবে।

প্রশ্নগুলোর পুনরাবৃত্তি দেখে জানা গেছে যে, ‘এ’ সেটের কিছু প্রশ্ন যেমন অ্যাকাউন্টিং, মুনাফা বণ্টন, বিলম্বিত মুনাফা এবং ক্রয় মূল্যের উপর মুনাফা হার, আবার ‘বি’ সেটেও একই ধরনের প্রশ্ন পুনরায় এসেছে। এতে পরীক্ষার্থীরা বিভ্রান্তি অনুভব করেছেন।

ঢাবি প্রশাসন ইতিমধ্যে এই পরিস্থিতি নিয়ে সভা করেছে এবং প্রক্রিয়াটি যাচাই করছে।

মো.হক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে