ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রত্যক্ষদর্শীদের বয়ানে- গাজীপুরে ঘটনার সূত্রপাত যেভাবে

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৯:৩৩:০৯
প্রত্যক্ষদর্শীদের বয়ানে- গাজীপুরে ঘটনার সূত্রপাত যেভাবে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, যার ফলে মুবাশশের হোসেন নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় জোর পুকুরপাড়ের দিকে একটি মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত ছাত্রদের দিকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এদিকে গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি স্থগিত করেছে। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, পুলিশের আশ্বাসের পর তারা আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় কর্মসূচির ডাক দেওয়া হবে।

এর আগে, গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনাও ঘটে, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর আক্রমণ চালায়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন, ১৩ জনের অবস্থা গুরুতর ছিল। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটি যৌথ বাহিনী গঠন করে এবং গাজীপুরসহ সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু করার ঘোষণা দিয়েছে। এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ দমন ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

মো.হক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে