ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

মনোনয়ন পেয়ে যা বললেন মাসুদ সাঈদী

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৮:৪৫:২৭
মনোনয়ন পেয়ে যা বললেন মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের ওপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ও জনগণের ভালবাসা নিয়েই আমরা আমাদের পথ চলব।’

মাসুদ সাঈদী বলেন, ‘আমাদের সম্মানিত পিতা যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে গেছেন, আমরাও তেমনি জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই।’

তিনি আরো বলেন, ‘পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে একটি উন্নত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সর্বস্তরে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই।’

তিনি বলেন, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গড়ার চেতনায় আমরা তরুণদের সঙ্গে নিয়ে কাজ করব। স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য তরুণ নেতৃত্ব গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।’

মাসুদ সাঈদী আরো বলেন, ‘এই পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা, ব্রিজ, কালভার্টসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড যা কিছু দৃশ্যমান তার নব্বই ভাগই আমার পিতা আল্লামা সাঈদীর হাতে গড়া। তার পরে এই আসনে অনেকেই সংসদ সদস্য ছিলেন। কিন্তু এই এলাকার মানুষ স্বাক্ষী, এলাকার উন্নয়নে তারা তেমন কোনো কাজই করেননি। সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছাতেই পারেননি।’

তিনি জানান, ‘আমরা এই জায়গাটিতে পরিবর্তন আনতে চাই। আল্লাহ তায়ালার দয়ায় আমরা দুই ভাই নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের কথা শোনার জন্য প্রস্তুত থাকব, সুখে-দুঃখে সব সময় তাদের পাশেই থাকব, এলাকার সার্বিক উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় ইসলামি ফাউন্ডেশন অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল পিরোজপুর জেলার তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে শরীফ আব্দুল জলিল প্রার্থী হিসেবে মনোনীত হন।

মো.হক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে