ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৮:১৯:৫২
৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই রিপোর্ট প্রকাশ করা হয়।

কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে- সেটির সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. মুহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন-দুদক- এই চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। পরবর্তীতে, গত বুধবার জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়।

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে।

Cabinet.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশ হয়েছে ৬ কমিশনের রিপোর্ট।

মো.হক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে