ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত করার ঘোষণা এসপি’র

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৭:২০:৫৯
গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত করার ঘোষণা এসপি’র

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা পুলিশ সুপার (এসপি) গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি তোলা হয়। সমাবেশে উপস্থিত বক্তারা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, রাসেলসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। তারা আরও দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক।

শুক্রবার রাতে গাজীপুর সদর থানার মোজাম্মেল হকের বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহত হন। অভিযোগ রয়েছে, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এবং পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। পরে সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানায়। সেই সাথে তারা গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত , প্রশাসনের বিরুদ্ধে দোষী কর্মকর্তাদের শাস্তি দাবি করেন।

গাজীপুর জেলা পুলিশ সুপার এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত করার ঘোষণা দেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি অভিযান চালানোর ডাকও দেওয়া হয় সারাদেশে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে