ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

তিনবার গতিসীমা লঙ্ঘন করলে গাড়ি নিষিদ্ধের ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৪:০৫:৩৮
তিনবার গতিসীমা লঙ্ঘন করলে গাড়ি নিষিদ্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেনেন্স) কোম্পানি লিমিটেডের পরিচালক ক্যাপ্টেন (অব:) হাসিব হাসান খান জানিয়েছেন যে, ২১ ফেব্রুয়ারি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলাচলে বেপরোয়া গতির বিরুদ্ধে ভিডিও ফটোগ্রাফি করে মামলা করা হবে। তিনি আরও জানান, যদি কোনো গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করে, তবে ওই গাড়িটি ভবিষ্যতে এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারবে না।

বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। তবে এটির সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যেখানে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি দেওয়া হতে পারে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত ১০টি বড় এক্সিডেন্ট ঘটেছে, তবে কোনো প্রাণহানি হয়নি বলে জানানো হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ বেপরোয়া গতির জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে, যাতে যানজট এবং দুর্ঘটনা রোধ করা যায়।

এই নতুন ব্যবস্থা চালু হলে, নিয়মিত গতিসীমা লঙ্ঘনকারী গাড়ির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যা সড়ক নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে