ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিল ছাত্র-জনতা

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৩:৫৭:৫১
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিল ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (শনিবার) সকালে ঢাকা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্যাম্পাসে এক অস্বাভাবিক দৃশ্য দেখা যায়। বিভিন্ন ব্লকের সামনে ছাত্র-জনতারা নতুন ব্যানার টানিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দিয়েছে। এই নতুন নামের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা ছিল "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)"।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার জানান, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে তারা ইতিমধ্যেই বেশ কিছু নামের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও দ্বিমত নেই, তবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের ভিত্তিতে শীঘ্রই এই ব্যাপারে নতুন প্রজ্ঞাপন জারি করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লবও এ ব্যাপারে বলেন, নতুন নামের ব্যানার দেখা গেছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও কিছু নামের প্রস্তাবনা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। তিনি আশা করছেন, আগামী ২-৩ কর্মদিবসের মধ্যে দাপ্তরিক সিদ্ধান্ত আসবে।

এই নাম পরিবর্তনের ঘটনার পেছনে রয়েছে ৬ ফেব্রুয়ারির ঘটনাটি, যখন বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দেওয়া ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকা শহরের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। এর পরপরই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডে লেখা বঙ্গবন্ধুর নাম সরিয়ে ফেলা হয় এবং সেখানে নতুন নাম দেওয়া হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেন এবং সি ব্লক ভবনসহ অন্যান্য স্থানে নতুন নাম টানানো হয়।

ইসলাম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে