ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুর, হামলায় আহত ১৫ জন

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ০৯:৫১:৫১
গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুর, হামলায় আহত ১৫ জন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় শতাধিক বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। হামলায় অন্তত ১৫ জন স্থানীয় গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙচুরকারীরা প্রথমে মাইকিং করে এলাকার লোকজনকে জড়ো করে এবং পরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় স্থানীয়রা তাদের ঘেরাও করে ফেলে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে হামলার ঘটনায় ১০-১২ জন আহত হন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, "এটি একটি অস্থির পরিস্থিতি ছিল, তবে এখন পরিস্থিতি শান্ত এবং তদন্ত চলছে।"

এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য এখনো নিশ্চিত না হওয়ায়, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।

তানজিম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে