ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৩:০৬:৫৫
ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদল ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। “মার্চ ফর জাস্টিস” শীর্ষক এই কর্মসূচি আগামীতে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হবে।

মঙ্গলবার সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এতে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। এছাড়া, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে যারা ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

এই কর্মসূচি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে “মার্চ ফর জাস্টিস” হিসেবে অনুষ্ঠিত হবে, যেখানে স্মারকলিপি প্রদান করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের কাছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের নেতাকর্মীসহ সারা দেশের ছাত্রসমাজকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে