ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিদ্যুৎ নিয়ে ফের দুঃসংবাদ

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১২:১২:০৩
বিদ্যুৎ নিয়ে ফের দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে এবং লোড শেডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ শীত কমে যাওয়ার পর মার্চ মাস থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাবে, যা চাহিদাকে প্রায় ১৮ হাজার মেগাওয়াটে নিয়ে যাবে। এই পরিস্থিতিতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া বিলের পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা পৌঁছেছে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকরা জানিয়েছেন, বকেয়া পরিশোধ না হলে তাদের বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব হবে না।

বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস তেলের ব্যবহার বেশি এবং এর ব্যয়ও বেশি, যা সরকারকে চাপের মধ্যে ফেলছে। তেলের ব্যবহার কমিয়ে গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, যা সরকারের ব্যয় এক তৃতীয়াংশ কমাতে সাহায্য করবে।

পিডিবি (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) জানিয়েছে যে, বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ করা হচ্ছে এবং গ্যাস ও কয়লার ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। তবে, অভিযোগ রয়েছে যে সরকারের অনুমতি পাওয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো উচ্চ ব্যয়ে কাজ করছে, যার কারণে প্রতিবছর ১ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত খরচ হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে, দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের ওপর নির্ভরশীল এবং তাদের বকেয়া পরিশোধের জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে