ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপি ও যুবদল নেতাদের শাস্তির দাবিতে মানববন্ধন

২০২৫ ফেব্রুয়ারি ০২ ২১:১৫:৪৬
বিএনপি ও যুবদল নেতাদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও যুবদলের নেতাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার এবং অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তুলে গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের দিঘিরকান্দা চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কড়িহাতা ইউনিয়নের দিঘিরকান্দা, কোড্ডাইদ এবং পাকিয়াব এলাকার দুই শতাধিক ব্যক্তি অংশ নেন। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় বাসিন্দা এবং কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সিরাজউদ্দিন অভিযোগ করেন, তার বাবা মৃত আহম্মদ আলী, একই গ্রামের ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. সিরাজ উদ্দিন ও বড়হর গ্রামের মাহাবুবুল আলম দিঘিরকান্দা চৌরাস্তা এলাকায় বড়হর গ্রামের মো. আনছার আলীর কাছ থেকে প্রায় ৩০ বছর আগে ৩৫ শতাংশ জমি কিনেছিলেন।

তিনি দাবি করেন, গত ৫ আগস্টের পর বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন, তার ভাই মো. ইকবাল হোসেন এবং অন্যান্য নেতাদের নেতৃত্বে জমিটি দখলের চেষ্টা চলছে।

কোড্ডাইদ গ্রামের ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বলেন, এলাকার বাসিন্দারা ১ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি ও তার ভাইদের খপ্পরে পড়েছেন; তাদের অনুমতি ছাড়া কোন কাজ করা সম্ভব নয়।

পাকিয়াব গ্রামের সাইফুল ইসলাম জানান, মাদক ব্যবসা এবং অবৈধ মাটি কাটার প্রেক্ষিতে স্থানীয়রা খুবই সমস্যায় আক্রান্ত।

অপরদিকে, বিএনপি সভাপতি মো. বেলায়েত হোসেন এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন।

তিনি জানান, জমি দখল, চাঁদাবাজি ও মাদক কারবারে তার দলের কোনো নেতাকর্মী জড়িত নয় এবং মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে জবাবদিহির আওতায় আনার প্রচেষ্ঠা করবেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে