ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগের লিফলেট বিতরণ করার বিষয়ে যা বললেন শিক্ষা ক্যাডার

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১২:৪০:৩৪
আ.লীগের লিফলেট বিতরণ করার বিষয়ে যা বললেন শিক্ষা ক্যাডার

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে গত ১ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন।

মুকিব মিয়া, বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা, ফেসবুকে তার লিফলেট বিতরণের ছবি পোস্ট করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা তার অধিকার, কারণ তিনি দীর্ঘকাল আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির প্রতি তার সমর্থন রয়েছে।

তবে, মুকিব মিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যের কারণে তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ধারার আওতায় অভিযোগের সম্মুখীন হয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সম্ভাবনা নিয়ে নোটিশ দিয়েছে।

এ বিষয়ে মুকিব মিয়া বলেন, তিনি চাকরিবিধি লঙ্ঘন করেননি, এবং সরকার ও ড. ইউনূসের বিরুদ্ধে তার প্রতিবাদ তুলে ধরার অধিকার তিনি রাখেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে