ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সোমবার থেকে শিক্ষার্থীদের রেল ও সড়কপথ অবরোধ

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৭:৫২:১৬
সোমবার থেকে শিক্ষার্থীদের রেল ও সড়কপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী সোমবার সকাল থেকে ঢাকার উত্তর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, দ্রুত তাদের দাবি মেনে না নেওয়া হলে এই প্রতিবাদ কর্মসূচি আরও তীব্র করা হবে।

আন্দোলনকারীদের মুখপাত্র আলী আহমেদ জানান, ইজতেমার কারণে রোববার তারা শুধুমাত্র তিতুমীর কলেজের সামনে সড়ক অবরোধ করবেন। তবে, আগের ঘোষণা অনুযায়ী রোববার বিকেল ৪টার মধ্যে দাবি না মানলে সোমবার থেকে রেল ও সড়কপথ অবরোধ করা হবে।

তিতুমীর কলেজের সামনে, মহাখালী থেকে গুলশানমুখী সড়কের উভয় পাশে বাঁশ ফেলে সড়ক অবরোধ করে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। এর ফলে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনকারীরা হ্যান্ড মাইকে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে আওয়াজ তোলেন। রাস্তা বন্ধ হওয়ায় জনসাধারণকে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

এটি ছিল টানা ৫ম দিনের মতো মহাখালী-গুলশান সড়ক অবরোধের ঘটনা। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে, যা এলাকাবাসীর জন্য এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পুলিশ সতর্ক অবস্থায় থাকলেও রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষজনকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

তবে, অনেক চাকরিজীবী শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা এই অবরোধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা মানুষের দুর্ভোগের কথা চিন্তা না করেই এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে