ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী মোজাম্মেলসহ ৪ জনের

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৭:১০:৩৫
দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী মোজাম্মেলসহ ৪ জনের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একটি গুরুত্বপূর্ণ আদেশ দেন। আদালত আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ মোট চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এবং তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমি রয়েছেন।

এই আদেশের পেছনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা এই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছেন। আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ফরিদ আজিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচার করেছেন।

এছাড়া, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং নানা অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের সম্পদ বিবরণী যাচাই ও তদন্ত চলছে।

আদালতের আদেশ অনুসারে, এসব ব্যক্তির বিদেশ যাওয়ার চেষ্টা নিরোধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে তাদের বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত না হয়।

এটি সরকারের পক্ষ থেকে দুর্নীতি বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে প্রতিটি তদন্ত সুষ্ঠুভাবে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে