ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

লালগালিচা বিছানো পথে খালে নেমে খননকাজ উদ্বোধন

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৪:২৩:১৫
লালগালিচা বিছানো পথে খালে নেমে খননকাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মিরপুর-১৩ নম্বর সেকশনে তিন উপদেষ্টা লালগালিচা বিছানো পথে হেঁটে বাউনিয়া খালের খননকাজের উদ্বোধন করেছেন। এই কর্মসূচির মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতাধীন ছয়টি খালের সংস্কারকাজের শুরু হয়েছে।

এ দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মিরপুর-১৩ এর রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ আবাসিক এলাকার বাউনিয়া খাল সংলগ্ন রাস্তায় আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে, উপদেষ্টাদের জন্য বিশেষভাবে লাল রঙের কার্পেট (লালগালিচা) বিছানো পথ তৈরি করা হয়, যেখানে তারা হেঁটে খালের কাছে পৌঁছান। এরপর, একটি ভাসমান খননযন্ত্রে উঠেন তারা এবং যন্ত্রটি চালু করে খননকাজের উদ্বোধন করেন। খননযন্ত্রের সাহায্যে খাল থেকে মাটি পাড়ে ফেলা হয়।

এর পর, রিজওয়ানা হাসান সাংবাদিকদের সাথে কথা বলেন এবং উল্লেখ করেন যে, ঢাকার চারটি প্রধান নদীকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দূষণমুক্ত করার কাজ শুরু হবে। তিনি আরও বলেন, এডিবির একটি দল ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে এবং তারা আমাদের নদী পুনরুদ্ধারের পরিকল্পনার বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করবে।

এছাড়া, এই খাল সংস্কারের উদ্যোগের মাধ্যমে ঢাকার জলাধার ও খালগুলোর কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার করা হবে, যা নগরজীবনে পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন আনবে বলে উপদেষ্টা কর্মকর্তারা জানিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর