ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

তিতুমীর কলেজ নিয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষা উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৭:০৭:৪৭
তিতুমীর কলেজ নিয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বললেন, তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেই

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ বর্তমানে সরকারের নেই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা নেই। তিনি রবিবার (২ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এছাড়া, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি মনে করি, এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা উচিত। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।"

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ব্যাপারে তিনি জানান, তাদের অনেকেই ক্লাসে ফিরে যেতে চান, তবে জনদুর্ভোগ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি। "তারা জনদুর্ভোগ চায় না," এমন মন্তব্য করে শিক্ষার্থীদের সচেতন থাকতে অনুরোধ করেন তিনি।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে সম্পর্কের জটিলতা রয়েছে। এই কারণে, সাত কলেজের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান। এর জন্য একটি কমিটি কাজ করছে, তবে এর বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এই বক্তব্যে একদিকে তিতুমীর কলেজের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের নিশ্চয়তা এসেছে, অন্যদিকে রাজশাহী কলেজের জন্য নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে