ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৬:৪১:৪৩
জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২ মার্চ ২০২৫ থেকে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি, ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে।

ঢাকার জন্য ২ মার্চ ২০২৫ তারিখে প্রথম রমজানে সাহরি শেষ হবে ভোররাত ৫টা ৪ মিনিট এবং ইফতারির সময় হবে ৬টা ২ মিনিট। তবে দেশের বিভিন্ন অঞ্চলে এই সময়সূচি কিছুটা ভিন্ন হতে পারে। ঢাকার সময়ের সঙ্গে ৯ মিনিট পর্যন্ত কমানো বা বাড়ানো হতে পারে, যার ফলে প্রতিটি অঞ্চলের মানুষ তাদের স্থানীয় সময় অনুযায়ী সাহরি ও ইফতার করবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

এছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস শুরু হওয়ার তারিখ ২ অথবা ৩ মার্চ হতে পারে।

রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়ে দেশের মুসলিম জনগণের মধ্যে এখন থেকেই একটি ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হতে শুরু করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে