ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাত ফুটবলার দলে থাকলে কাজ করবেন না বাটলার

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৩:২৭:১০
সাত ফুটবলার দলে থাকলে কাজ করবেন না বাটলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বলেছেন, যেসব ১৮ ফুটবলার তার অধীনে অনুশীলন বয়কট করেছেন, তাদের মধ্যে সাত ফুটবলার দলে থাকলে তিনি আর কাজ করবেন না। বাফুফে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে, তবে বাটলারের শর্ত দলের জন্য নতুন সংকট তৈরি করেছে।

সেই সাত ফুটবলার হলেন: সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা, এবং শামসুন্নাহার সিনিয়র। বাটলার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি পরিষ্কার জানিয়েছেন যে, এই সাতজনের উপস্থিতি তার জন্য অগ্রহণযোগ্য।

এরই মধ্যে বাকি ১৩ ফুটবলারদের নিয়ে তিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন, যেখানে টেকটিক্যাল ও স্ট্রেচিং অনুশীলন হয়েছে। পিটার বাটলার বলেন, "অনুশীলন ভালো ছিল, পিচ ভালো ছিল, এবং কাজ চালিয়ে যেতে পারি।"

এদিকে, বাফুফে জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে এই সংকট সমাধান করা এবং মেয়েরা মাঠে ফিরে আসুক।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে