ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এস আলম

গৃহকর্মী ও গাড়িচালককে দিচ্ছে বেতন , কৌশলে টাকা উত্তোলন

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১২:৪৯:০৩
গৃহকর্মী ও গাড়িচালককে দিচ্ছে বেতন , কৌশলে টাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) কে গত পাঁচ মাস আগে আভিভা ফাইন্যান্স থেকে সরিয়ে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, তবে তার নিয়ন্ত্রণ থেকে প্রতিষ্ঠানটি পুরোপুরি মুক্ত হয়নি। এখনো এস আলমের গৃহকর্মী ও গাড়িচালকদের বেতন প্রদান করা হচ্ছে আভিভা ফাইন্যান্সের পক্ষ থেকে। এছাড়া, প্রতিষ্ঠানটির পুরোনো আমানতগুলোর সুবিধাভোগী পরিবর্তন করে টাকা তুলে নেওয়ার কাজও চলছে।

এস আলমের এক সময়কার সহযোগী প্রশান্ত কুমার (পি কে) হালদার এর সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বর্তমানে আভিভা ফাইন্যান্সের মূল পরিচালনাকারী হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদটি এখনও খালি রয়েছে, এবং প্রতিষ্ঠানটি অনেক বিষয়ে দুর্বল হয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটি পূর্বে রিলায়েন্স ফাইন্যান্স নামে পরিচিত ছিল, কিন্তু ২০২০ সালে নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স হয়। এস আলম ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন এবং তার অপসারণের পরও প্রতিষ্ঠানটির অনেক বিষয় অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে, আভিভা ফাইন্যান্সের ঋণের পরিমাণ ২ হাজার ৯২৮ কোটি টাকা, যার মধ্যে ২ হাজার ৬২৯ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। কোম্পানিটি দাবি করেছে, ১ হাজার ৮৫৮ কোটি টাকা ঋণ নামে বেনামে উত্তোলন করা হয়েছে, যার মধ্যে প্রায় ৬৩ শতাংশ (১ হাজার ২২৫ কোটি টাকা) এস আলমের পকেটে চলে গেছে। গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে।

এদিকে, চট্টগ্রামের আভিভা ফাইন্যান্স শাখায় এস আলমের দুই গৃহকর্মী এবং এক গাড়িচালককে মাসিক বেতন প্রদান করা হচ্ছে। কুলসুম আক্তার নামে একটি গৃহকর্মীকে ৩৫ হাজার টাকা এবং লালু মিয়া নামে গাড়িচালককে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। জানা গেছে, এই গৃহকর্মী এবং গাড়িচালক কখনোই অফিসে উপস্থিত না হয়ে তাদের বেতন গ্রহণ করছেন।

এ বিষয়ে আভিভা ফাইন্যান্সের এমডি মো. মোস্তফিদুজ্জামান দাবি করেছেন যে তিনি এসব অনিয়মের সম্পর্কে জানতেন না।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে