ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ব্রিটিশ গোয়েন্দাদের নজরে: ১০ বছর কারাদণ্ড হতে পারে টিউলিপের

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১১:৩৪:৫৭
ব্রিটিশ গোয়েন্দাদের নজরে: ১০ বছর কারাদণ্ড হতে পারে টিউলিপের

নিজস্ব প্রতিবেদক: গত শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’ জানায় যে, ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই তদন্তে গত মাসে বাংলাদেশের দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করে ব্রিটিশ গোয়েন্দারা। বৈঠকে তারা জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য সংগ্রহে সফল হয়েছেন।

গত কয়েক মাসে অভিযোগ উঠেছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তি টিউলিপ সিদ্দিককে লন্ডনে ৭ লাখ ও ৬ লাখ ৫০ হাজার পাউন্ড মূল্যের দুটি ফ্ল্যাট উপহার দেন। এর পরপরই টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।

এখন পর্যন্ত তদন্তকারীরা জানিয়েছেন যে, টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যা প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫৭ হাজার কোটি টাকা) আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এ ছাড়া, টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট এবং ইমেইল রেকর্ডও তদন্তের অন্তর্ভুক্ত হতে পারে। এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদি এসব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে ১০ বছর বা তারও বেশি সময়ের কারাদণ্ড হতে পারে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তদন্তের অংশ হিসেবে বাংলাদেশে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং তাদের তদন্ত আরও বাড়ানো হতে পারে, যদি প্রমাণ পাওয়া যায় যে এসব অভিযোগ সত্য।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে