ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ফুরফুরে মেজাজে ৭ শেয়ারের বিনিয়োগকারীরা

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৭:২৩:০৮
ফুরফুরে মেজাজে ৭ শেয়ারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: গত এক মাসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৪২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ইতিবাচক ছিল। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০ শতাংশের বেশি দাম বেড়েছে ৩২টি প্রতিষ্ঠানের। যারমধ্যে ৩০ শতাংশের বেশি দাম বেড়েছে ৭টি কোম্পানির শেয়ারের। যেগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ডেল্টা স্পিনিং, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, ঢাকা ডাইং, সোনারগাঁ টেক্সটাইল ও খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ।

আলোচ্য এক মাসে সবচেয়ে বেশি দাম বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮৩.৮৭ শতাংশ।

এরপর দাম বেড়েছে ডেল্টা স্পিনিং ও অলটেক্স ইন্ডাষ্ট্রিজের। কোম্পানি দুটির দাম বেড়েছে যথাক্রমে ৪৮.৮৪ ও ৪৫.৭৪ শতাংশ।

দাম বৃদ্ধির পরের কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ৩৮.৬৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩৫.৬৬ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৩১.৯৪ শতাংশ এবং খান ব্রাদার্সের ৩১.৭৫ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হারে দাম বেড়েছে প্রাইম টেক্সটাইলের ২৩.৩৩ শতাংশ, সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ২২.২২ শতাংশ, মুন্নু সিরামিকের ২১.৬৯ শতাংশ, সিভিও পেট্রোর ১৯.৩০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১৯.৩০ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ১৯.২৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৮.২৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৭.৭৮ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১৬,৬৭ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৬.৫৪ শতাংশ, হাক্কানী পাল্পের ১৫.৬৮ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে