ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিডিআর বিদ্রোহ

খালাসের পরও ১১ বছর জেল খাটেন কামরুল

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৭:০৫:২০
খালাসের পরও ১১ বছর জেল খাটেন কামরুল

নিজস্ব প্রতিবেদক : ২০০৯ সালের বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের পর সৈনিক কামরুল হাসান দীর্ঘ ১১ বছর জেলে কাটিয়েছেন, যদিও ২০১৩ সালে তাকে খালাস দেওয়া হয়েছিল। বিডিআর বিদ্রোহের ঘটনার ১৩ মাস পর, একদিন সন্ধ্যায় তার নামে মামলা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। যদিও তিনি কোনো অপরাধ করেননি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালাস পাওয়ার পরও তাকে আরও ১১ বছর কারাগারে থাকতে হয়।

কামরুল তার জীবনের কষ্টের কথা শেয়ার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, যখন তিনি এবং তার পরিবার তার কষ্টের বর্ণনা দেন। তিনি বলেন, "খালাস পাওয়ার পরও ১১ বছর কারাগারে থাকতে হয়েছে, যা জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল।" তবে, শেষ পর্যন্ত তিনি মুক্তি পান এবং বর্তমানে রাজশাহীর পবা উপজেলায় তার পরিবারের কাছে ফিরে যান।

কামরুলের মা, সেফালী বেগম বলেন, "ছেলে কারাগারে থাকায় আমি অসুস্থ হয়ে পড়ি, এবং ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তবে আল্লাহর কাছে প্রার্থনা করে ছেলের ফিরে আসা চেয়েছিলাম, আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছেন।"

কামরুলের মুক্তির পর, তার একমাত্র প্রার্থনা হলো, "সরকার যেন আমাদের মতো নিরপরাধ সৈনিকদের কর্মজীবনে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে