ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

হলফনামায় আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ির তথ্য গোপন

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৬:৫৯:৫৭
হলফনামায় আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ির তথ্য গোপন

নিজস্ব প্রতিবেদক : ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম গুলশানে একটি শত কোটি টাকার বাড়ির তথ্য নির্বাচনি হলফনামায় গোপন করেছেন। এতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে নেমেছে।

এতদিন ধরে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি ২০০৯ সালের পর আওয়ামী রাজনীতিতে উল্লেখযোগ্য পদ না থাকলেও, আলাউদ্দিন নাসিম বিভিন্ন সরকারি কাজে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তার নির্বাচনি হলফনামায় উল্লিখিত সম্পদ বিশ্লেষণে জানা গেছে যে, তার কাছে কৃষিজমি, আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ অনেক মূল্যবান সম্পত্তি রয়েছে। তবে ২০১৮ সালে গুলশানে কেনা ১২ কাঠার জমির মূল্য, যা ১২০ কোটি টাকা হতে পারে, হলফনামায় উল্লেখ করা হয়নি।

দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। তদন্তের মাধ্যমে তার গোপন সম্পত্তির তথ্য উদঘাটিত হলে এটি দেশের অন্যতম বড় দুর্নীতি কাণ্ড হতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে