ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৫:২৪:১১
রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের ছাত্র আন্দোলনের সময় রামদা হাতে ত্রাস সৃষ্টি করা জ্যোতি (৩২) গ্রেপ্তার হয়েছে। ৩১ জানুয়ারি গভীর রাতে সদর থানা পুলিশ তাকে শহরের আশ্রমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতি শাপলা নাট্যগোষ্ঠির সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা রূপকুমার গুহ ঠাকুরতাদের বড় ছেলে।

জ্যোতি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় তিনি যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে খালি গায়ে রামদা হাতে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালান। এই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। হামলার পর থেকেই জ্যোতি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, জ্যোতির বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে, এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে। সদর থানার ওসি শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে