ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগের হরতাল ডাকে নেটিজেনদের চ্যালেঞ্জ: 'আসো খেলবো'

২০২৫ জানুয়ারি ৩১ ১৬:১০:১২
আ.লীগের হরতাল ডাকে নেটিজেনদের চ্যালেঞ্জ: 'আসো খেলবো'

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৬ ফেব্রুয়ারি অবরোধ ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাকের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সুর শোনা যাচ্ছে। দলের এই কর্মসূচির প্রতিবাদে নেটিজেনরা নিজেদের বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, যার মধ্যে "আসো খেলবো" বলে চ্যালেঞ্জ জানানো হচ্ছে।

অপরদিকে, এই কর্মসূচি ঘিরে সবার মধ্যে তীব্র অসন্তোষ দেখা যাচ্ছে। একজন নেটিজেন আল আমিন হালদার প্রশ্ন করেছেন, "যারা হরতালের ডাক দিছে, তারা কারা?" আবার আরেকজন, তাকবিরুল হক টিপু, আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, "স্বৈরাচার হাসিনার দলের নেত্রী চোরের মতো পালিয়ে গেছেন, তারা কী করে আবার আন্দোলন করে?"

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জনগণ হরতালে অংশ নেবে না এবং এর বিপরীতে আওয়ামী লীগকে "শাস্তির জন্য অপেক্ষা" করতে হবে। তিনি আরও বলেছেন, "জুলাই বিপ্লবে নিহত ও আহতরা বিচার চায়।" ঢাবি শিক্ষার্থীরা আওয়ামী লীগের এই কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভও করেছে।

এদিকে, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বিষয়ে এখনও মুখ খোলেনি। তবে নেটিজেনদের মতে, ছাত্র জনতা আবারও মাঠে নেমে আসলে তাদের মতো রাজনৈতিক দলগুলোর কোনো কিছুই সফল হবে না।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে