ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শাহবাগ থেকে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি

২০২৫ জানুয়ারি ৩১ ১৬:০৫:১১
শাহবাগ থেকে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি পালন করতে যাচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাদের এই কর্মসূচির লক্ষ্য হলো ৫টি দাবি বাস্তবায়ন করা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার পর ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করবেন, তারপর তারা পুলিশ হেডকোয়ার্টারের দিকে রওনা দেবেন।

ইনকিলাব মঞ্চের ৫ দফা দাবি:

১. জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

২. জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

৩. পুলিশে ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে।

৪. জুলাই গণহত্যায় দোষী এবং বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

৫. পার্বত্য চট্টগ্রামে অভিযুক্ত পুলিশ সদস্যদের বদলি বন্ধ করতে হবে, যা দেশের সার্বভৌমত্বের স্বার্থে জরুরি।

এদিকে, ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি সারাদেশে নজর কাড়ছে এবং তাদের দাবির প্রতি জনগণের মনোযোগ আকর্ষণ করছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে