ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নতুন কর্মসূচির ডাক দিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৪:১৭:২০
নতুন কর্মসূচির ডাক দিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দাবিতে রেল ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন, দাবি না মানা হলে ঘরে ফিরবেন না এবং অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় আন্দোলনকারীরা বলেন, যদি শনিবার বিকেল ৪টার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে তারা অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি পালন করবেন। রেল ও সড়কপথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে, তবে বিশ্ব ইজতেমার জন্য সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ব্যারিকেড শিথিল রাখা হবে।

এছাড়া, শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় অনশনে থাকার কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান-১ সড়ক অবরোধ করে এবং রাত ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। আন্দোলনকারীরা কলেজের সামনের সড়ক বাঁশ ও বেঞ্চ দিয়ে অবরোধ করলে, অনেক সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে