ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আন্দোলনে শিক্ষার্থীরা, যেসব সড়ক এড়িয়ে চলবেন

২০২৫ জানুয়ারি ৩১ ১৭:২৫:১৬
আন্দোলনে শিক্ষার্থীরা, যেসব সড়ক এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক: তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত তিন দিন ধরে অনশন ও সড়ক অবরোধ করছেন। এই আন্দোলন থেকে উত্তেজনা এবং যানবাহন চলাচলের অসুবিধা সৃষ্টি হওয়ায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান ট্র্যাফিক বিভাগ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

এনিয়ে বলা হয়েছে, মহাখালী-আমতলী থেকে গুলশান-১ দিকে এবং গুলশান-১ থেকে আমতলী দিকে যান চলাচল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে, যেসব যানবাহন বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাবে, তাদের ফ্লাইওভার ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মহাখালী-আমতলী থেকে গুলশান-১ যেতে চাইলে, অন্য পথগুলো যেমন কাকলী অথবা বনানী থেকে ইউটার্ন নিয়ে গুলশান-২ এর সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবির মধ্যে একে একে দাবি করছেন তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি, একটি কার্যকর একাডেমিক ক্যালেন্ডার এবং উন্নত শিক্ষার পরিবেশ। তাদের আন্দোলন শিক্ষার মান এবং ছাত্রদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে।

এছাড়া, শিক্ষার্থীরা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে চলেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে