ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

হঠাৎ চাপের মুখে ‘জেড’ গ্রুপের বিনিয়োগকারীরা

২০২৫ জানুয়ারি ২২ ১৫:২০:৫৩
হঠাৎ চাপের মুখে ‘জেড’ গ্রুপের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘জেড’ গ্রুপের শেয়ারে বিনিয়োগকারীদের মনোভাব ছিল বেশ উত্সাহজনক। বিশেষ করে, এই সময়ের মধ্যে গ্রুপটির সিংহভাগ শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি কিছু কোম্পানির শেয়ারের দাম দ্বিগুণ কিংবা তিনগুণ বেড়ে গেছে।

উদাহরণস্বরূপ, খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের দিকে নজর দেওয়া যায়। গত ২২ ডিসেম্বর শেয়ারটির দাম ছিল ৭ টাকা ২০ পয়সা। এরপর থেকেই শেয়ারটির দাম বৃদ্ধি পেতে থাকে। আজ শেয়ারটির দাম তিনগুণ বেড়ে ২২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। তবে দিনশেষে দাম কিছুটা কমে ২১ টাকায় ক্লোজিং হয়।

তবে উল্লেখযোগ্য যে, খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের দাম গত বছরের ৫ ফেব্রুয়ারি ৬০ টাকার ওপর ছিল। ওইদিন শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। এরপর থেকে শেয়ারটির দাম ধারাবাহিকভাবে পতন ঘটতে থাকে। ২২ ডিসেম্বর শেয়ারটি ৭ টাকায় লেনদেন হয় এবং দিনশেষে ৭ টাকা ২০ পয়সায় ক্লোজিং হয়।

‘জেড’ গ্রুপের যেসব কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের জন্য আশার আলো দেখিয়েছিল, সেসব শেয়ারগুলোর লেনদেন ও বিনিয়োগকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তৎপরতা শুরু করেছে। যেহেতু ‘জেড’ গ্রুপের শেয়ার কিনতে ক্যাশ টাকা লাগে, তাই ডিএসই বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার সঠিকতা যাচাইয়ের জন্য পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে কয়েকটি ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা জানান, ‘জেড’ গ্রুপের শেয়ার কেনার বিষয়টি নিয়ে ডিএসই এমনভাবে তৎপরতা চালাচ্ছে যেন বিনিয়োগকারীরা নিষিদ্ধ কোম্পানির শেয়ার কেনাবেচা করছে। তাদের অভিযোগ, ডিএসইর অতিরিক্ত তৎপরতার কারণে বিনিয়োগকারীরা হতাশ ও বিভ্রান্ত হয়ে পড়েছেন। এর ফলস্বরূপ, ‘জেড’ গ্রুপের শেয়ারগুলোর দাম হঠাৎ নেতিবাচক প্রবণতায় চলে গেছে।

অন্যদিকে, বিনিয়োগকারীরা বলছেন, গত দুই বছরের বেশি সময় ধরে শেয়ারবাজারে মন্দা চলছিল। এই সময়ের মধ্যে অনেক বিনিয়োগকারী বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক কোম্পানির শেয়ারের দাম প্রায় চার-পাঁচগুণ কমে গেছে। কিন্তু এসব কোম্পানির শেয়ার দামে কেন এমন পতন ঘটেছে, সে বিষয়ে ডিএসই কখনও কোন পদক্ষেপ নেয়নি। তবে যখন কোনো শেয়ারের দাম সামান্য বাড়ে, তখনই ডিএসইর কর্মকর্তাদের যেন ঘুম হারাম হয়ে যায় এবং তারা শেয়ারের দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত শান্ত হতে পারেন না। বিনিয়োগকারীরা এটি নিয়ে বেশ হতাশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে