ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করলেন প্রেসসচিব

২০২৫ জানুয়ারি ১৯ ১৬:২৬:০০
আ.লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করলেন প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা বর্তমান সরকারের নেই। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়টি পরিষ্কার করেন।

শফিকুল আলম আরও বলেন যে, আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে রক্ত সম্পর্কিত অভিযোগ রয়েছে, তাদের বিচার হবে। তবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজনৈতিক দলগুলোর। তিনি উল্লেখ করেন যে, এই ধরনের সিদ্ধান্ত নিতে সরকারের কোনও পরিকল্পনা নেই এবং রাজনৈতিক দলগুলোর আলোচনা ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, তিনি নির্বাচনী সংস্কারের প্রসঙ্গে বলেন যে, সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার জন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে, এবং নির্বাচন নির্ধারণের জন্য ওই সংস্কারগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

শফিকুল আলম বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, কারণ আগে তথ্য প্রদানকারী সরকারের পক্ষে বাজার পরিস্থিতি ভুল উপস্থাপন করা হয়েছে, যা বাজারে অস্থিরতা তৈরি করেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে