ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

পতনের মধ্যেও বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে সাড়ে ৯০০ কোটি টাকা

২০২৪ ডিসেম্বর ২৮ ১২:৪৬:১৪
পতনের মধ্যেও বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে সাড়ে ৯০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্যেও বিনিয়োগকারীদের সাড়ে ৯০০ কোটি টাকার মূলধন বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসই-তে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা বা ০.১৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১২ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৪.৪৫ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ১১.০২ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২৭.২৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ০.৭২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬.৬৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বা ২১.৩২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি ৯৬ লাখ টাকায়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা বা ০.১৪ শতাংশ।

অপর শেয়ারবাজার সিএসই-তে বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭.২৪ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৫.৪৫ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৪৯.৫৭ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৩.৯৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৩৪১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৪৩৭ টাকার।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৪২ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৯০৪ টাকা বা ৭৪৫.৯০ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে