ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

বারবার একই পুনরাবৃত্তি শেয়ারবাজারে

২০২৪ ডিসেম্বর ২৬ ১৫:১৫:৫১
বারবার একই পুনরাবৃত্তি শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : এক কর্মদিবস উত্থান হলে পরের দুই বা তিন কর্মদিবস টানা পতনে থাকে শেয়ারবাজার। এবারও এর ব্যতিক্রম নয়। চলতি সপ্তাহের চার কর্মদিবস লেনদেন হয়েছে শেয়ারবাজারে। বরাবরের মতো প্রথম তিন কর্মদিবস পতনে ছিল। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে।

সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে শেয়ারবাজার থেকে ৫২ পয়েন্ট হারিয়ে যায়। আর এক কর্মদিবসে মাত্র ১৫ পয়েন্ট ফিরে আসে। আজ সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। টানা তিন কর্মদিবস পতনে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীরা ১৪৮ কোটি টাকা হারায়। তবে আজ আজ বৃহস্পতিবার একদিনে বিনিয়োগকারীরা ১ হাজার ১০৩ কোটি টাকা ফিরে পেয়েছেন।

এদিন সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। তবে কিছুক্ষণ পর পতনে নেমে যায় বাজার। আবার উত্থানে ফিরে আসে। বেলা ১১টা ১৭ মিনিটের দিকে আবার পতনে নামে সূচক। এরপর আবার উত্থান-পতন। সবশেষ দুপুর ১টা ২২ মিনেটের দিকে সূচক উত্থানে ফিরে আসে। এরপর বাকি সময় উত্থানে থেকেই লেনদেন হয় শেয়ারবাজারে এবং উত্থানে শেষ হয় লেনদেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা যখন এক সাথে বাজারে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়াবে তখন এমনিতেই বাজার ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তা সবার আগে প্রয়োজন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাকে বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তার জায়গা তৈরি করতে হবে। পুঁজির নিশ্চয়তা পেলে বিনিয়োগকারীরা শেয়ারবাজারের প্রতি আগ্রহী হয়ে উঠবেন।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৭.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪.২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা। আজ লেনদেন ৬ কোটি ৪৩ লাখ টাকার বা ২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৭টির বা ৪৭.২২ শতাংশের, কমেছে ১২৮টির বা ২২.৩২ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৮১টির বা ২০.৪৬ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭৫টির এবং পরিবর্তন হয়নি ৩৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৪৬ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে