ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বব্যাংক থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ

২০২৪ ডিসেম্বর ২০ ২২:১৭:৪৩
বিশ্বব্যাংক থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯১৫ কোটি টাকার সমান। এই ঋণ তিনটি প্রকল্পের জন্য দেওয়া হচ্ছে। যেগুলো হলো- স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন পরিষেবা এবং সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে গুরুতর ঝুঁকিতে রয়েছে এবং দূষণ মোকাবিলা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন চ্যালেঞ্জ। নতুন অর্থায়নের মাধ্যমে দেশের মৌলিক পরিষেবা উন্নয়নের পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হবে।

বিশ্বব্যাংকের ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট’ প্রকল্পে ৫০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এই অর্থ ব্যবহৃত হবে সবুজ ও জলবায়ু সহনশীল কার্যক্রম পরিচালনা এবং পরিচ্ছন্ন উৎপাদন ও পরিষেবার প্রচারের জন্য।

অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা পরিষেবা উন্নয়নে ৩৭.৯ কোটি ডলার এবং চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীনে ২৮ কোটি ডলার। এই ঋণের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের জন্য বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং চিকিৎসা, পানির সরবরাহ উন্নয়ন করা হবে।

বিশ্বব্যাংক স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহায়তাকারী হিসাবে পরিচিত।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে