ঢাকা, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্যে ৭ কোম্পানির শেয়ার

২০২৪ ডিসেম্বর ১৭ ১৬:১৭:০৩
উত্থানের নেপথ্যে ৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবসের মতো মঙ্গলবারও (১৭ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন দুই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর ফলে প্রায় অর্ধশত পয়েন্ট সূচক বেড়েছে শেয়ারবাজারে। তবে সূচকের এই উত্থানের নেপথ্যে রয়েছে ৭ কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গ্রামীণফোন, বিকন ফার্মা, পূবালী ব্যাংক এবং রেনেটা।

ইসলামী ব্যাংক : আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক ১২.১০ পয়েন্ট বেড়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন : আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৫ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৯৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক ৫.১৪ পয়েন্ট বেড়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল : আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১২২ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬ টাকা ১০ পয়সা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক ৪.৭৭ পয়েন্ট বেড়েছে।

গ্রামীণফোন : আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১৪ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩২০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক ৩.২২ পয়েন্ট বেড়েছে।

বিকন ফার্মা : আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৭ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৩৩ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক ৩.০২ পয়েন্ট বেড়েছে।

পূবালী ব্যাংক : আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৯০ পয়সা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক ২.৬৫ পয়েন্ট বেড়েছে।

রেনেটা : আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩৩ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৪৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৯ টাকা ৭০ পয়সা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক ২.২৭ পয়েন্ট বেড়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে