ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অধিকার থেকে বঞ্চিত করছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

২০২৪ ডিসেম্বর ০৫ ১৫:১৪:০৪
অধিকার থেকে বঞ্চিত করছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডস কর্তৃপক্ষ কোম্পানির কর্মীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। শ্রম আইন পরিপালন না করার মাধ্যমে কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করছেন বলে কোম্পানির আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।

জানা গেছে, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরণ করা বাধ্যতামূলক। কিন্তু ওয়াইম্যাক্স ইলেকট্রোডস কর্তৃপক্ষ তা প্রতিপালন না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন।

কোম্পানির নিরীক্ষকের প্রতেবেদনে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটির ডব্লিউপিপিএফ ফান্ড দাঁড়িয়েছে ৪২ লাখ ১৫ হাজার টাকা। এরমধ্যে ২০২৩ সালের ৩০ জুন ওই ফান্ডের পরিমাণ ছিল ৬ লাখ ৩৬ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ দুই অর্থবছরের মধ্যে এ ফান্ড বিতরণ করেনি।

ওয়াইম্যাক্সে আয়কর মামলা সংক্রান্ত ইস্যুতে কন্টিনজেন্ট দায় যাচাই করতে পারেনি নিরীক্ষক। প্রয়োজনীয় ডকুমেন্টসের অভাবে করতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক। এমনকি আর্থিক হিসাবে এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য দেওয়া নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের পরিশোধিত মূলধন রয়েছে ৭৩ কোটি ৯ লাখ টাকা। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৫.৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯.৩৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.৮৭ শতাংশ শেয়ার।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে