ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

তিন শতাধিক কোম্পানির সেল প্রেসারে শেয়ারবাজারে পতন

২০২৪ ডিসেম্বর ০৫ ১৫:০৯:৪৫
তিন শতাধিক কোম্পানির সেল প্রেসারে শেয়ারবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ঋণ প্রান্তি এবং ঋণে সুদ হার কমানোর খবরে টানা তিন কর্মদিবস উত্থানে ছিল। তবে সপ্তাহের শেষ কর্মদিবস মুনাফা তোলার চাপে তিন শতাধিক কোম্পানির সেল প্রেসারে শেয়ারবাজারে পতন হয়েছে।

এর আগে টানা তিন কর্মদিবস আইসিবির ঋণ প্রান্তির খবরে বাজার উত্থানে ছিল। তিন কর্মদিবস উত্থানের কারণে কিছুটা লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা। সেই লাভের কিছু অংশ তোলার চিন্তভাবনা থেকে শেয়ার সেল করতে চেয়েছে বিনিয়োগকারীরা। তবে একযোগে লাভ তোলার হিড়িক পড়ে যায়। এতে করে প্রেসার নিতে পারেনি শেয়ারবাজার। যার ফলশ্রুতিতে শেয়ারবাজারে পতন হয়।

এদিন সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। কিছুক্ষণ পরেই পতনে নেমে যায় শেয়ারবাজার। বেলা ১১টা ২০ মিনিটের দিকে বাজার আবার উত্থানে ফিরে আসে। বেশিক্ষণ স্থায়ী থাকতে পারেন শেয়ারবাজার। বিনিয়োগকারীদের সেলপ্রেসারে আবার ১১টা ৩৭ মিনিটের দিকে পতনে নেমে যায় সূচক। লেনদেনের বাকি সময়ে সূচক আর উত্থানে ফিরে আসেনি। সেল প্রেসারের কারণে বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, কয়েকদিনের উত্থান বাজারে কিছুটা লাভ হয়েছে বিনিয়োগকারীদের। সেই লাভের কিছু অংশ তুলতে বিনিয়োগকারীরা একসাথে সেল অর্ডার করে। এতে ধসে পড়ে শেয়ারবাজার। আশা করা যায়, আগামী দিনগুলোতে শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় ফিরে আসবে।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৮.২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫.৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ৫১ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার বা ৩০ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪২টির বা ১০.৮২ শতাংশের, কমেছে ৩০৮টির বা ৭৯.৩৮ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৩৮টির বা ৯.৭৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টির, কমেছে ১২৫টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৮১ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে