ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

এলপিজির দাম নির্ধারণ বিকালে

২০২৪ ডিসেম্বর ০৩ ০৯:৩৬:৫০
এলপিজির দাম নির্ধারণ বিকালে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছররের ১১ মাসে সাত বার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আর চার মাস কমেছে। তবে ডিসেম্বরে গ্যাসের দাম বাড়বে নাকি কমবে তা আজ জানা যাবে।

ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম মঙ্গলবার (৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে। বিকেল ৩টায় জানা যাবে এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

চলতি বছরের প্রথম তিন মাস গ্যাসের দাম বেড়েছিলো। এরপর এপ্রিল, মে ও জুন এই তিন মাসে গ্যাসের দাম কমেছিলো। এরপর থেকে টানা চার মাস আবারও গ্যাসের দাম বাড়ানো হয়। তবে সর্বশেষ নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে