ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

চার মাসে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

২০২৪ ডিসেম্বর ০১ ১৯:৫১:১৮
চার মাসে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার বিপ্লব-পরবর্তী চার মাসে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ বিলিয়ন ডলারের বেশি। নভেম্বরে এসেছে প্রায় ২২০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় যা প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

রোববার (০১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে জানা যায়, নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা পাঠিয়েছেন ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

নভেম্বরে প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৩৩ লাখ ডলারের বেশি। গত চার মাসে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি।

আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোট ৫৮ লাখ ৬০ হাজার ডলার।

এ সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ৬২ লাখ ৮০ হাজার ডলার এসেছে বিদেশী ব্যাংকের মাধ্যমে।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। পরের মাস আগস্টে আসে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, অক্টোবরের ২৪০ কোটি ডলার এবং সবশেষ নভেম্বর মাসে এলো প্রায় ২২০ কোটি ডলারের রেমিট্যান্স।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে