ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

রিয়ালকে হারিয়ে ১৫ বছরের আক্ষেপ মেটাল লিভারপুর

২০২৪ নভেম্বর ২৮ ০৯:৪৭:৩৪
রিয়ালকে হারিয়ে ১৫ বছরের আক্ষেপ মেটাল লিভারপুর

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর কোনো খেলায় রিয়াল মাদ্রিককে হারাল লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে গোল দুটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকফো।

মোহাম্মদ সালাহর পেনাল্টি মিস সচরাচর দেখা যায় না। বুধবার সেই বিরল দৃশ্যও দেখা গেছে। মিশরীয় তারকার পেনাল্টি মিস হলেও লিভারপুলকে জয় থেকে বিরত রাখতে পারেনি রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৫ ম্যাচে জিতলো লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫ ম্যাচে পূর্ণ ১৫। সমান ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৩।

হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। অচলস্থা ভাঙে ৫২ মিনিটে। গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এতে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল।

৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। ডি-বক্সের ভেতর লিভারপুলের অ্যান্ডি রবার্টসন ফাউল করেন রিয়ালের লুকাস ভাসকেজকে। পেনাল্টি শ্যুটে লিভারপুলের গোলবারের অতন্দ্রপ্রহরী কাওইমহিন কেলেহারকে ফাঁকি দিয়ে জাল খুঁজে বের করতে পারেননি এমবাপে। ফলে লিভারপুল এগিয়েই থাকে।

৬৯ মিনিটে ডি-বক্সের ভেতর সালাহকে ফাউল করে হলুদকার্ড দেখেন রিয়ালের ফারল্যান্ড মেন্দি। কিন্তু স্পট-কিক গোলবারের বাইরে দিয়ে মেরে দেন সালাহ।

৭৬ মিনিটে এক হেডে রিয়ালের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন লিভারপুলের কোডি গাকফো। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে রিয়ালের জাল খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড। কিছুই করার ছিল না রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়ার। ফলে রিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়ে ১৫ বছরের আক্ষেপ মেটায় লিভারপুল।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে