ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্যবস্থাপনা পরিচালকসহ সিওও-সিটিও নিয়োগ দেবে ডিএসই

২০২৪ নভেম্বর ২৭ ১৭:৪৮:৩৩
ব্যবস্থাপনা পরিচালকসহ সিওও-সিটিও নিয়োগ দেবে ডিএসই

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগ দেবে।

বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

এর আগে, মমিনুল ইসলামের (চেয়ারম্যান) নেতৃত্বে পরিবর্তিত পরিস্থিতিতে পুনগঠিত পরিচালনা পর্ষদ ৩ অক্টোবর ২০২৪ তারিখে ডিএসইর দায়িত্ব গ্রহণ করেন৷

এরপরই অগ্রাধিকার ভিওিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন।

তারই অংশ হিসেবে বুধবার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)নিয়োগের জন্য জাতীয় দৈনিক পএিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রত্যকটা পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত এবং ৪ ডিসেম্বর তারিখ ২০২৪ সন্ধা ৬ ঘটিকায় ডিএসইর চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সাথে আগ্রহী প্রার্থীদের ডিএসই সম্পর্কে ধারনা দেয়ার জন্য ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে