ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বোচ্চ অনাগ্রহ যে কোম্পানির শেয়ারে

২০২৪ নভেম্বর ২৭ ১৭:০৪:২৮
সর্বোচ্চ অনাগ্রহ যে কোম্পানির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক : আইসিবির অর্থ প্রাপ্তির খবরে চাঙ্গা দেশের শেয়ারবাজার। বুধবার (২৭ নভেম্বর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে তিন শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে হাতেগোনা কয়েকটি কোম্পানির দর। কোম্পানিগুলোর মধ্যে মাত্র একটি কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সর্বোচ্চ।

কোম্পানিটি হলো : নিউ লাইন ক্লোথিংস।

জানা যায়, আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১০ টাকা ১০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমেছে।

আজ লেনদেন শুরুর কিছুক্ষণ পর শেয়ারটির দর দিনের সর্বোচ্চ পর্যন্ত কমেছে। শেয়ারটি বিক্রি করার জন্য বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। তবে শেয়ারটি কেনার জন্য কেউ আগ্রহ দেখায়নি। এতে করে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের সর্বোচ্চ অনাগ্রহ প্রকাশ পায়।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে