ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৪ নভেম্বর ২৭ ২৩:১৩:০৪
জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, সরকার প্রধান জাতীয় স্টাবিলিটির জন্য সবার মধ্যে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘জাতীয় স্টাবিলিটির জন্য সবার মধ্যে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। হিন্দু, মুসলমান, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি। তিনি সবাইকে শান্ত হতে বলেছেন।

রয়টার্সে ভুল নিউজ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ ব্যাপারে যা যা করার তাই করেছি। চট্টগ্রামের ইস্যুতে সবাইকে শান্ত থাকতে বলেছেন। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ছয়জন হয়েছে সরাসরি হামলার সাথে যুক্ত ছিল। ২১ জনকে তারা পুলিশের কাজে বাধা ও সংঘর্ষ লিপ্ত হয়েছিল। ছয়জনকে তারা অওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য যারা ককটেলসহ হামলার ঘটিয়েছে। সবাইকে শান্ত থাকতে বলেছেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে