ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড

২০২৪ নভেম্বর ২৫ ০৯:২১:৫৪
টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড

ক্রীড় ডেস্ক : টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড করলো আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরি কোস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে দুই দল মুখোমুখি হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

আগে ব‌্যাটিং করে নাইজেরিয়া ৪ উইকেটে ২৭১ রান করে। জবাব দিতে নেমে আইভরি কোস্ট গুটিয়ে যায় মাত্র ৭ রানে। নাইজেরিয়া জয় পায় ২৬৪ রানে। দলের সাত ব‌্যাটসম‌্যান খুলতে পারেননি রানের খাতা। সর্বোচ্চ ৪ রান করেন ওটাটারা মোহামেদ।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১০ রান। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব মানে ১০ রান করেছিল। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গারপুরের বিপক্ষে মঙ্গোলিয়াও ১০ রানে অলআউট হয়েছিল। এবার আইভরি কোস্ট তাদের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন।

নাইজেরিয়ার হয়ে এদিন সেঞ্চুরি করেছেন সেলিম সালাউ। ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ করেন। এছাড়া আইসেক ওকপি ৩ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে