ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়শেনের নতুন কমিটি

২০২৪ নভেম্বর ১৫ ১৯:০০:০৫
যুক্তরাষ্ট্রে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়শেনের নতুন কমিটি

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ নভেম্বর নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পার্টি হলে ঢাবিএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিপুল করতালির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির তালিকা উপস্থাপন করেন।

নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ বছরের পুরনো এই সংগঠনের অনৈক্য কাটিয়ে উঠতে নিরন্তর প্রয়াসের ফসল হিসেবে নতুন কমিটির সভাপতি হয়েছেন এম এস আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রুহুল আমিন সরকার।

কমিটির অপর সদস্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-মো. গোলাম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট-দেওয়ান মহিউদ্দিন এবং আব্দুল মতিন, সহকারি সাধারণ সম্পাদক-মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ-মো. হানিফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক-ইকবাল মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক-শামসুন্নাহার নুপুর, দফতর সম্পাদক-মো. লিয়াকত আলী, প্রচার ও গবেষণা সম্পাদক-মো. আলমগীর শরিফ, তথ্য-প্রযুক্তি এবং সামাজিক মিডিয়া সম্পাদক-ইশতিয়াক ফিরোজ। নির্বাহী সদস্যরা হলেন মো. শামসুদ্দিন গাজী, মো. আজহার আলী খান, সাইফুল ইসলাম ভূইয়া, সুশীল সিনহা এবং বেলাল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর নামও ঘোষণা করা হয়। সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন- সাঈদা আকতার লিলি, মোহাম্মদ হোসেন খান, স্বপন কে বড়ুয়া, আবুল কালাম আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোল্লা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির কর্মকর্তারা নয়া কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনে এগিয়ে চলতে যত রকমের সহযোগিতা দরকার, তা তাঁরা অব্যাহত রাখবেন।

সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে নতুন কমিটির সভাপতি এম এস আলম এবং সেক্রেটারি রুহুল আমিন সরকার বলেন, যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীকে এই সংগঠনে যুক্ত করা হবে এবং সকল কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে আমরা সরব থাকবো। এজন্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তাঁরা।

আরিফ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে