ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতীয় ভিসা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

২০২৪ নভেম্বর ১৪ ২০:২৩:৩০
ভারতীয় ভিসা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসাপ্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত বিফ্রিংয়ে ভারতীয় ভিসা নিয়ে তিনি এসব কথা বলেন।

গত ২১ অক্টোবর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগির চালু হচ্ছে না। কারণ, আমাদের লোকবল কম। শুধু যাদের জরুরি প্রয়োজন, তাদের ভিসা দেয়া হচ্ছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভিসা যাদের জরুরি প্রয়োজন, তাদের ভিসা দেয়া হচ্ছে। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা)শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘তবে এখন যাদের জরুরি, তাদের মেডিকেল ভিসা দেয়া হচ্ছে। এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনও দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

এদিকে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র-সচিবের সৌজন্য সাক্ষাতের পর ওইদিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ভিসা কার্যক্রম, ভারতীয় ঋণ চুক্তির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পে কর্মরত ভারতীয় লোকজনের বাংলাদেশে ফেরার পরিস্থিতি কী, নবায়নকৃত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের পুনঃ নবায়ন, বাংলাদেশে আটক জেলেদের বিষয়ে দ্রুত কনস্যুলার সুবিধা দেয়া এবং এসব জেলেকে ফেরত পাঠানো এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র-সচিব পর্যায়ের বৈঠকসহ নানা ধরনের নিয়মিত বৈঠক শুরুর বিষয়ে আলোচনা হয়েছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে