ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
Sharenews24

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে যেসব ব্যাংকের

২০২৪ নভেম্বর ১০ ১১:১৮:২৩
তৃতীয় প্রান্তিকে আয় কমেছে যেসব ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রকাশ করা হয়েছে। ব্যাংকিং খাতের ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৫টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ৯টি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। এছাড়া ৭টি ব্যাংকের লোকসান হয়েছে আর একটি ব্যাংকের ইপিএস অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে সেগুলো হলো : এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক।

এবি ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।

ঢাকা ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।

ডাচ-বাংলা ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা।

ইস্টার্ন ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৫ পয়সা।

আইএফআইসি ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৭ পয়সা।

মিডল্যান্ড ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা।

এনআরবি ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা।

সাউথইস্ট ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে