ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশে কী প্রভাব রাখতে পারেন ট্রাম্প?

২০২৪ নভেম্বর ০৬ ১৭:২১:০৪
বাংলাদেশে কী প্রভাব রাখতে পারেন ট্রাম্প?

নিজস্ব প্রতিবেদক : নতুন মার্কিন প্রেসিডেন্টের বাংলাদেশে কী প্রভাব রাখতে পারেন এ নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। বিশেষজ্ঞরা মিডিয়াকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচনের জন্য চাপ বাড়াতে পারেন। এছাড়া, বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কমে যেতে পারে।

বিশ্বের অন্যান্য দেশের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ হিসেবে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কারণ অনেকেই মনে করেন, মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র নিজেদেরসহ সারা বিশ্বের টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী বলে রিপাবলিকান কিংবা ডেমোক্রেট যেই আসুক না কেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের ওপর দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরার একটি চাপ থাকবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ডেমোক্রেট হোক আর রিপাবলিক হোক- উভয়েই তাড়াতাড়ি নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে।’ এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হতে যাওয়ায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহযোগিতার জায়গা কমে আসার আশঙ্কা দেখছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।

এছাড়াও বেআইনি অভিবাসীদের বের করে দেয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী- সেটিও একটি আশঙ্কার বিষয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, অর্থনীতিতে চাপে থাকায় আমাদের সহযোগিতা দরকার। বাইডেন প্রশাসন এরমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কমলা হ্যারিস থাকলে সেই ধারাবাহিকতাটা বজায় থাকতো।

কিন্তু ট্রাম্পের নীতিগত অবস্থানটা ভিন্ন রকম। এছাড়া ইমিগ্রেশন বা অন্যান্য ক্ষেত্রে মানবিক সহায়তার ব্যাপারে তিনি ভিন্ন সিদ্ধান্ত নিলে আমরা সমস্যায় পড়তে পারি, যোগ করেন তিনি।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ফলাফলে ডেমোক্রেট কিংবা রিপাবলিকান যেই আসুক না কেন, ড. ইউনূসের সরকার নিজে কতটা উদ্যোগী হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে